জাতীয়

রাজধানীর সাথে চট্টগ্রাম, সিলেট রেল-যোগাযোগ স্বাভাবিক

টানা ৯ ঘন্টা পর রাজধানীর সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল-যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আখাউড়া লোকোসেড ইনচার্জ মো. মহসিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, আখাউড়া রেলজংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করার পর রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে রোববার দুপুর সোয়া ২টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশনের সামনে বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের ১০ জন যাত্রী আহত হন।

Advertisement