সনি ডিজিটাল অডিও ডিস্ক কর্পোরেশন ( ডিএডিসি)`র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। রোববার এই বিষয়ে একটি চুক্তি সম্পাদিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বাপ্পা। তিনি জাগো নিউজকে বলেন, ‘প্রতিষ্ঠানটির সঙ্গে একক শিল্পী হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি আমি। আর বাংলাদেশের ব্যান্ড হিসেবে মাইলস চুক্তিবদ্ধ হয়েছে। আশা করি ভালো কিছু হবে।’বাপ্পা মজুমদার আরো বলেন, ‘এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি আমার নতুন অ্যালবামটির প্রচারে কাজ করবে। সারা বিশ্বে ছড়িয়ে দিবে আমার অ্যালবাম ও তার গান। পাশাপাশি বাংলাদেশে তাদের কোনো কর্মসূচি থাকলে সেগুলোর সাথে আমি জড়িত থাকবো।’বাপ্পা তার নতুন অ্যালবামটি নিয়ে বলেন, ‘অ্যালবামটি ঈদের আগেই প্রকাশ করতে চেয়েছিলাম। তবে মনে হয় শেষ পর্যন্ত সবগুলো কাজ গুছিয়ে আনতে পারব না। তবে অ্যালবামটি আগামী মাস, অর্থাৎ সেপ্টেম্বরেই প্রকাশ পাবে। এটি ‘বাপ্পা মজুমদার’ নামেই প্রকাশ পাবে।’এদিকে সনি ডিএডিসির কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে প্রতিষ্ঠানটি বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে নানা রকম কর্মসূচি হাতে নিয়েছে। সেই ভাবনা থেকেই বাপ্পা মজুমদার ও মাইলসের সঙ্গে এই চুৃক্তি। এলএ/এআরএস
Advertisement