আন্তর্জাতিক

বিমানের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় লাফিয়ে পড়লেন বাসের ৩০ যাত্রী

অল্পের জন্য ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটের যাত্রী পরিবহনকারী বাসের সঙ্গে এয়ার ইন্ডিয়ার একটি বিমান সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। শুধু তাই নয়, বিমানের সঙ্গে বাসের সংঘর্ষের আশঙ্কায় বাস থেকে লাফিয়ে পড়েছেন অন্তত ৩০ যাত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুর বিমানবন্দরের রানওয়েতে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বেলা ১১টা ৫৮ মিনিটের দিকে জবলপুর বিমানবন্দরে অবতরণ করে নয়াদিল্লি থেকে আসা স্পাইসজেটের একটি বিমান। পরে বিমান থেকে নেমে টার্মিনালে যাওয়ার জন্য তখন স্পাইস জেটের বাসে উঠছিলেন সেই বিমানের যাত্রীরা। হঠাৎ স্পাইস জেটের এক কর্মকর্তা বাস লক্ষ্য করে এয়ার ইন্ডিয়ার একটি বিমান এগিয়ে আসতে দেখেন। এ সময় তিনি হাত নেড়ে সেই বিমানের পাইলটের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করেন। কিন্তু সবকিছু উপেক্ষা করে এগিয়ে আসতে থাকে এয়ার ইন্ডিয়ার ওই বিমান। পরে বাসের এক যাত্রী জানালা দিয়ে বিমানটি দেখে বাস থেকে লাফিয়ে পড়েন। ওই যাত্রীর লাফিয়ে পড়া দেখে বাসের অন্য ৩০ যাত্রীও জানালা দিয়ে লাফ দেন। বাসের শরীর ঘেঁষে চলে যায় এয়ার ইন্ডিয়ার এটিআর-৭২ বিমান। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় স্পাইস জেটের বাসের যাত্রীরা। কেন প্রশিক্ষিত মার্শাল ছাড়া একজন সহকারীকে দিয়ে বিমানটি রানওয়েতে নিয়ে আসা হয়েছিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়েছে দেশটির বিমান নিয়ন্ত্রক সংস্থা। এ ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের স্পাইসজেট কর্তৃপক্ষ। এসআইএস/আরআইপি

Advertisement