সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে শোক প্রকাশ করছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা।রোববার বিকেল ৪টা থেকে তারা বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আসতে শুরু করেন। প্রমূখ।বিকেল চারটা দশ মিনিটে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন আসেন। এরপর মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিলি, মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত, চায়না রাষ্ট্রদূত লি জুন, ফিলিস্তিন রাষ্ট্রদূত শায়ের মোহাম্মদ, সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুশারী এবং পাকিস্তানের রাষ্ট্রদূত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। এরপর পর্যায়ক্রমে কার্যালয়ে প্রবেশ করেন চায়না, ফিলিস্তিন, সৌদি আরব ও পাকিস্তানের রাষ্ট্রদূত।এসময় তারা খালেদা জিয়ার স্বজন ও বিএনপি নেতাকর্মীদের সমবেদনা জানান। কশিনার ও রাষ্ট্রদূতরা এসময় শোক বইয়েও স্বাক্ষর করেন। তবে তারা কেউ খালদা জিয়ার সাক্ষাৎ পাননি।এমএম/ এমএএস
Advertisement