খেলাধুলা

ইনজুরিতে তামিম

তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। তবে এর আগে টাইগার শিবিরে দুঃসংবাদ এলো। টাইগার ওপেনার তামিম ইকবাল অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন। যদিও আপাতদৃষ্টিতে তার ইনজুরি ততটা মারাত্মক বলে মনে করা হচ্ছে না। রোববার তামিমের এমআরআই করানো হবে। এরপরই বোঝা যাবে তার ইনজুরির প্রকৃত অবস্থা। এমআরআই রিপোর্ট যদি নেতিবাচক হয়, সেক্ষেত্রে আসন্ন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত হয়ে পড়তে পারেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ড্যাশিং ওপেনার।এ নিয়ে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, `তামিম গতকাল অনুশীলন করতে গিয়ে বাঁহাতে ব্যথা পেয়েছে। আজ তার এমআরআই করানো হবে। এরপরই তার ইনজুরির প্রকৃত অবস্থা জানা যাবে।` তিনি আরও বলেন, `রিপোর্টে যদি কোন খারাপ কিছু ধরা পড়ে তাহলে তামিমের বিকল্প আমরা ঠিক করছি। এখনো যেহেতু সময় আছে তাই আশা করছি তামিম সুস্থ হয়েই ইংল্যান্ড সিরিজে দলে থাকবে।`  আরটি/এমআর/এবিএস

Advertisement