আন্তর্জাতিক

সিরিয়া ইস্যুতে একমত ওয়াশিংটন-মস্কো

এবার সিরিয়া ইস্যুতে সিরিয়া ইস্যুতে একমত হয়েছে ওয়াশিংটন-মস্কো। সিরিয়ায় নতুন একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি অবস্থানে এসেছে এই দু`দেশ। তবে চূড়ান্ত চুক্তির বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ নতুন যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে তথ্য জানান। সাংবাদিকদের উদ্দেশে জন কেরি  বলেন, সামনে এগোনোর একটা পরিষ্কার পথ আমরা খুঁজে পেয়েছি। একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পথে যতগুলো প্রতিবন্ধকতা ছিল তার বড় একটা অংশের বিষয়ে দু`দেশ ঐক্যমতে পৌঁছেছে। তবে বেশ কিছু বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তাই চূড়ান্ত চুক্তির বিষয়ে এখনি কিছু জানানো হবে না বলে উল্লেখ করেন তিনি।এদিকে, সেরগেই লাভরভ বলেন, সিরিয়ায় যুদ্ধ ও সহিংসতা বন্ধ নতুন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর গুরুত্বপূর্ণ ধাপ পার করেছি আমরা। শিগগিরই চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে।টিটিএন/আরআইপি

Advertisement