বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গুলশান কার্যালয়ে কূটনৈতিকদের জন্য রাখা হয়েছে ভিন্ন শোক বই। রোববার বিকাল ৪টায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শোক বইটি কার্যালয়ের দ্বিতীয় তলায় রাখা হয়।সূত্র জানায়, গুলশান কার্যালয়ের দোতলায় শোক বই নিয়ে অবস্থান করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। কুটনৈতিকরা গুলশান কার্যালয়ে আসলে তারা তাদেরকে রিসিভ করে খালেদা জিয়ার খোঁজ খবর দিচ্ছেন।সর্বশেষ আরাফাত রহমান কোকো`র মৃত্যুতে খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিভসন ও মিশরের হাইকমিশনার। বিকাল ৪টায় ৫০ মিনিটে তারা খালেদা জিয়ার সাক্ষাৎ না পেয়ে বের হয়ে যান। দোতলায় রাখা শোক বইয়ে স্বাক্ষর করার পর তারা সেলিমা রহমান ও ড. মঈন খান কথা বলেন। -এমএম/আরএস
Advertisement