কথা ছিল ২৫ আগস্ট এবং ৩ ও ৫ সেপ্টেম্বর তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি অ্যান্ড কোং। এ তিনটি অঘোষিত প্রস্তুতি ম্যাচ দেখেই ৭ সেপ্টেম্বরের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দল নির্বাচন।প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন এমন ধারনাই দিয়েছিলেন; কিন্তু সম্ভবত তা হচ্ছে না। এখনকার খবর, আগামী মাসের প্রথম সপ্তাহে নয়, চলতি মাসেই হয়ত ওয়ানডে দল চূড়ান্ত হয়ে যাবে। নতুন দ্বি-স্তরের দল নির্বাচন প্রক্রিয়ায় যারা প্রধান, সেই ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কন্ঠে এমনই পূর্বাভাষ। শনিবার সন্ধ্যায় জাগো নিউজের সাথে আলাপে দুজনই এমন ইঙ্গিত দিয়েছেন। আকরাম খানের কথা, ‘৩০ আগস্টের মধ্যে দল চূড়ান্ত হয়ে যেতে পারে।’ মিনহাজুল আবেদিন জানান, এ মাসেই ক্রিকেটার নির্বাচনের কাজ শেষ করে ফেলতে পারি আমরা। আগামী ১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে সাবেক ক্রিকেটারদের নিয়ে ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল।’ যাতে আকরাম-মিনহাজুল ছাড়া অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন-সাজ্জাদ আহমেদ শিপনও অংশ নেবেন। ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান ও নির্বাচকরা সবাই নিজেরা খেলায় ব্যস্ত থাকবেন- তবে কি সে কারণেই সপ্তাহ খানেক আগে দল নির্বাচন করে ফেলার চিন্তা? এমন প্রাসঙ্গিক প্রশ্নের জবাবে ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান ও প্রধান নির্বাচক জানান, ‘নাহ সে কারণে নয়। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটিতে অস্ট্রেলিয়া চলে যাবেন, তাই...।’ ভেতরের খবর ২ থেকে ৪ আগস্টের মধ্যে অস্ট্রেলিয়া ফিরে যাবেন বাংলাদেশ দলের প্রধান কোচ। তাসকিনের বোলিং অ্যাকশন পরীক্ষার সময়ও তার থাকার কথা। কাজেই আগামী দু’তিন দিনের ভেতরে ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজে দল চূড়ান্ত হয়ে যেতে পারে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন দল নিয়ে দু’ধরনের কথা বলেছেন। মিনহাজুল আবেদিনের কথা শুনে মনে হয়েছে, তারা এখন শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল নির্বাচনের কাজ সেরে ফেলবেন। আকরাম খান জাগো নিউজকে জানিয়েছেন, আপাতত ৩০ জনের প্রাথমিক দলকে ১৮ থেকে ২০ জনের দলে নামিয়ে আনার সম্ভাবনাই বেশি। সেখান থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট স্কোয়াড সাজানো হবে।’ প্রধান নির্বাচক দলে কোনরকম পরীক্ষা নিরীক্ষা না করার কথা বলেছেন। তার কথা, ‘নতুন কোনো চমক নেই। আর কে চমক দেবে? খেলাইতো হয়নি। তাই চমক দেখানোর সুযোগও নেই কারো।’এআরবি/আইএইচএস/আরআইপি
Advertisement