আন্তর্জাতিক

দারায়া শহরে দীর্ঘ চার বছরের অবরোধের সমাপ্তি

সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে সঙ্কট শুরুর পর প্রথম অবরুদ্ধ অঞ্চলগুলোর অন্যতম রাজধানী দামেস্কের কাছের দারায়া অঞ্চল থেকে দীর্ঘ চার বছরের অবরোধ তুলে নিয়েছে সরকার। ইতোমধ্যেই শুক্রবার সকালে সেখানে রেড ক্রিসেন্টের সদস্যরা প্রবেশ করেছেন।দীর্ঘ কয়েক বছর ধরে ওই শহরের বাসিন্দারা মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছিলেন। মানবিক সহায়তা প্রদানকারী কোনো সংস্থাও এই সময়ের মধ্যে শহরটিতে প্রবেশের অনুমতি পায়নি।গত বৃহস্পতিবারই সরকারি বাহিনীর সঙ্গে সমঝোতায় আসে বিদ্রোহীরা। বিদ্রোহীদের পরিবারের ৩শ’ সদস্যকে নিরাপদে সরে যাওয়ার অনুমতি দেয়া হয়। তাদেরকে হারজেলে শহরে নেয়া হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, শহর থেকে ছয়টি বাস ছেড়ে গেছে।ওই সমঝোতা অনুযায়ী আরও ৭শ’ বিদ্রোহী এবং ৪ হাজার নাগরিক শনিবারের মধ্যেই শহর ত্যাগ করবে। বিদ্রোহী ও সাধারণ নাগরিকরা চলে যাওয়ার পরেই সেনাবাহিনী শহরটি দখল করে নেবে।দীর্ঘ দিনের অবরোধের কারণে খাবার, পানি এবং চিকিৎসা সঙ্কটে মানবেতর জীবনযাপন করছিল শহরের মানুষ।টিটিএন/এবিএস

Advertisement