সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্ধারিত সময়েই বাংলাদেশে আসছে ইংল্যান্ড। বৃহস্পতিবার গভীর রাতে টুইটারে এ সফরের নিশ্চয়তার কথা জানায় তারা। কিন্তু ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে আপত্তি তুলেছেন ইংলিশ সাবেক অধিনায়ক পিটাসেন।এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, `আমি দলের সদস্য হলে এই সফর বয়কট করতাম। যদিও আমি মনে করি সফরে যাওয়া ছাড়া ইংলিশ ক্রিকেটারদের কোন সুযোগ নেই। এটা খুবই কঠিন হবে দলের অন্যান্য সদস্যদের থেকে নিজেকে আলাদা করে নেয়া।` ২০০৮ সালে মুম্বাই হামলার সময় কেভিন পিটারসনের অধীনে ইংল্যান্ড দলের ভারত সফরের সময় একই রকম পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বলে জানান তিনি। কেভিন বললেন, `আমাদের একই রকম অবস্থার সম্মুখীন হতে হয়েছে ২০০৮ সালের ভারত সফরে। এরপর দলের মাঝে বড় ধরনের ফাটল ধরে, ক্রিকেটার যাদের পরিবার আছে আর যাদের নেই। আর এখন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি কয়েকমাসের জন্য বাংলাদেশ যেতে চাই কিনা? নাহ, ধন্যবাদ।` উল্লেখ্য, ২০১৪ সালের অ্যাশেজে হারের পর অধিনায়ক অ্যালিস্টার কুক ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সমালোচনা করে ইংল্যান্ড দলে জায়গা হারান পিটারসেন। এরপর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি এই তারকা ব্যাটসম্যানের।এমআর/এমএস
Advertisement