আন্তর্জাতিক

অস্ত্রবিরতি বাতিলের ঘোষণা ইসরায়েলের

৭২ ঘণ্টার অস্ত্রবিরতি চুক্তি ৭২ মিনিটেই ভঙ্গ করেছে ইসরায়েল। এর পর শুক্রবারই অস্ত্রবিরতি বাতিলের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে ইসরায়েলি সেনারা। খবর রয়টার্স ও আলজাজিরার।এদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে অস্ত্রবিরতির মেয়াদ শুরু হওয়ার তিন ঘণ্টার মাথায়ই গাজার রাফায় ইসরায়েলি হামলায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় অন্তত ২২০ জন।অস্ত্রবিরতি বাতিল কিনা- এমন প্রশ্নের জবাবে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেন, ‘আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।’এদিকে হামাসের সদ্যসরা এক ইসরায়েলি সেনাকে বন্দী করেছে বলে জানিয়েছে দেশটি। তবে এ ব্যাপারে হামাসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।এর আগে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছিলেন, হামাস ও ইসরায়েল ৭২ ঘণ্টার অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। উভয়পক্ষও এ চুক্তির বিষয়টি নিশ্চিত করে।

Advertisement