আন্তর্জাতিক

মুম্বাই হাজি মাজারে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা বাতিল

ভারতের একটি আদালত মুম্বাইতে সুপরিচিত একটি মাজারে নারীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা বাতিল করেছে। চার বছর আগে হাজি আলীর দরগাহ নামে পরিচিত এই মাজারে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল পরিচালনা পর্ষদ।মুম্বাই হাইকোর্ট বলেছে, মাজারটিতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা সংবিধানকে লংঘন করে এবং এটি বৈষম্যমূলক। পনেরো’শ শতকে প্রতিষ্ঠিত এই মাজার একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টের পক্ষ থেকেই এই নিষেধাজ্ঞা আরোপ করে বলা হয়েছিল, নারীদের মাজারে প্রবেশ ইসলাম সম্মত নয়।এর বিরুদ্ধে আদালতের আশ্রয় নেয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন। সেই প্রেক্ষাপটে আদালত নিষেধাজ্ঞা বাতিল করে দিল। হিন্দু এবং মুসলিমরা, সকলেই এই মাজারে যেতে পারতেন। শুধু নারীদের প্রবেশের ক্ষেত্রেই নিষেধাজ্ঞা ছিল চার বছর ধরে। বিবিসি।এসআইএস/পিআর

Advertisement