বিনোদন

মিউজিক ভিডিওতে প্রশংসিত নওশাবা

গানের সঙ্গে মিউজিক ভিডিওর প্রচলনটা সংগীত সংশ্লিষ্ট মানুষরা কালের বিবর্তন মনে করেন। সে কারণে শিল্পীরা আগের মত অ্যালবাম প্রকাশ করছেন বটে কিন্তু মাঝেমধ্যে দু’একটি গানের সঙ্গে মিউজিক ভিডিও নিয়েও হাজির হচ্ছেন। তবে অধিকাংশ মিউজিক ভিডিওই গৎবাঁধা! সে কারণে অনেকেই বিরক্ত বিষয়টি নিয়ে! এরমধ্যে আবার অনেক ভিডিওতে বিদেশি গানের মিউজিক ভিডিও’র কনসেপ্ট নকলের অভিযোগ পাওয়া গেছে। কিন্তু সবকিছু ছাপিয়ে নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী নওশাবার ‘অবুঝ পাখি’ নামের একটি মিউজিক ভিডিও। সেখানে নওশাবার উপস্থিতি দারুণভাবে প্রশংসিতও হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) মিউজিক ভিডিওটি প্রকাশ পায় ইউটিউবে। ৫ মিনিট ৩ সেকেন্ডের এই মিউজিক ভিডিওটির সবচেয়ে বড় চমক পাওয়া গেছে ব্যতিক্রমী কনসেপ্টে মিউজিক ভিডিও’র উপস্থাপন। এখানে নওশাবার সহশিল্পী মডেল অন্তু। এছাড়া রয়েছেন জ্যাকি আহমেদ, ইশরাত জাহিন। ‘অবুঝ পাখি’ শিরোনামের গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বেলাল খান এবং পূজা। গানের সুর করেছেন শিল্পী বেলাল খান নিজেই এবং সংগীত পরিচালনা করেন ইমন চৌধুরী। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহারিয়ার পলক। মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকে কাছে-দূরের মানুষ, ফ্যান-ফলোয়ারদের প্রশংসায় ভাসছেন নওশাবা। জাগো নিউজকে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার একটি গল্প নির্ভর মিউজিক ভিডিওতে কাজ করার ইচ্ছা ছিল। সেজন্য অপেক্ষা করেছি। এরআগে বেশ কিছু গ্লামার নির্ভর মিউজিক ভিডিও’র অফার পেলেও সেগুলোতে আমি কাজ করিনি। কারণ গ্ল্যামারের প্রতি নয়, অভিনয়ের প্রতি আমার লোভটা সবসময় বেশি। অবশেষে আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে।’ নওশাবা আরো বলেন, ‘বৈরী আবহাওয়া, প্রতিকূল পরিবেশ, কাঁদা আর লোনা পানি, ছোট ছোট গাছের শ্বাসমূল এসবকিছুর মাঝেই মিউজিক ভিডিওটি নির্মাণ হয়েছে। সবমিলিয়ে ‘অবুঝ পাখি’ গানের মিউজিক ভিডিওটি করতে যে কতটা ধকল সহ্য করতে হয়ছে সেটি কাউকে বলে বোঝানো যাবে না। অবশেষে কাজটি করে মনঃপুত হয়েছে এটাই বড় পাওয়া।’তবে ঢাকা অ্যাটাক ছবির এই অভিনেত্রী এমন কৃতিত্বটা শুধু একা নিতে চাননা। তিনি মনে করেন, ‘একটি মানসম্মত ভালো কাজের পেছনে শুধু অভিনয় শিল্পীদের অবদান থাকে না। বরং নির্মাতা, ক্যামেরাম্যান থেকে শুরু করে ইউনিটের প্রডাকশন বয়দেরও অবদান থাকে। যেমনটা হয়েছে অবুঝ পাখি গানের মিউজিক ভিডিও`র ক্ষেত্রেও। সেজন্য নওশাবা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশও করেন।’এদিকে, মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর থেকে মাত্র কয়েক ঘণ্টায় ভিউ পড়েছে ১৬ হাজারেরও বেশি। মিলন খান নামের একজন মিউজিক ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, ‘ওএমজি! এটা কি দেখলাম? পুরাই অস্থির! বাংলাদেশের মিডিয়ায় মিউজিক ভিডিও`র এই পরিবর্তন দেখে অনেক ভালো লাগছে। জাস্ট ওসাম।’এমআর ফাহিম নামের একজন মন্তব্যে লিখেছেন, ‘খুব ভালো আয়োজন। অনেকদিন পর ভালো একটি মিউজিক ভিডিও দেখলাম।’ নওশাবার ফেসবুক পোস্টে লিটন কর নামে একজন লিখেছেন, `অনেক দিন পর প্রাণ ভরা গান আর তৃপ্তিতে গল্প দেখলাম। গল্পটা পুরনো, শব্দ নতুন পুরোদস্তুর আধুনিক নির্মাণে। মিউজিক ভিডিওর সঙ্গে যুক্ত সবাইকে শুভচ্ছা নতুন দিনের।’ এছাড়া আরো শত শত শুভেচ্ছা মন্তব্য এবং প্রশংসায় মঞ্চমুখ নওশাবা ও এই মিউজিক ভিডিওটির সঙ্গে যুক্ত পুরো ইউনিট। মিউজিক ভিডিওটি দেখুন... এনই/জেএইচ/পিআর

Advertisement