বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে মার্শিয়া ব্লুম বার্নিকাট রোববার ঢাকায় আসছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়ার পর ড্যান মজিনার স্থলাভিষিক্ত হবেন তিনি।কূটনৈতিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে মার্শিয়া বার্নিকাটের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।ঢাকায় পঞ্চদশ মার্কিন রাষ্ট্রদূত আফ্রিকান বংশোদ্ভূত বার্নিকাটের ২৭ বছরের পেশাদার কূটনৈতিক ক্যারিয়ার। একসময় মার্কিন পররাষ্ট্র দফতরের উপসহকারী মন্ত্রীর দায়িত্ব পালন করা বার্নিকাট ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সেনেগাল ও গিনি বিসাউতে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। বার্নিকাট ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়া ডেস্কে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানবিষয়ক পরিচালক হিসেবে কাজ করেছেন। এরও আগে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি কাজ করেন যুক্তরাষ্ট্রের নয়া দিল্লি মিশনে। সর্বশেষ গত বছরের ১৮ নভেম্বর বাংলাদেশে তার নিয়োগ চূড়ান্ত হয়।বিএ
Advertisement