খেলাধুলা

মেসির সেই গোলটিই উয়েফার মৌসুম সেরা

আরেকটি স্বীকৃতি পেলেন লিওনেল মেসি। উয়েফার ২০১৫-১৬ মৌসুমের সেরা গোলের পুরস্কার জিতলেন বার্সেলোনা সুপারস্টার। গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছিলেন তিনি। ওই ম্যাচের গোলটিই শেষ পর্যন্ত মেসিকে এনে দিলো গত মৌসুমের সেরা গোলের স্বীকৃতি।গত চ্যাম্পিয়ন্স লিগে রোমাকে নিয়ে ছেলেখেলা খেলেছিল বার্সা। ইতালিয়ান ক্লাবটিকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল কাতালানরা। সেই ম্যাচের জোড়া গোল করেছিলেন বার্সার প্রাণভোমরা মেসি। এমএসএনের যৌথ প্রচেষ্টায় এসেছিল সেই গোল। বাঁ-প্রান্ত থেকে নেইমার বল ঠেলে দেন সুয়ারেজের দিকে। উরুগুইয়ান স্ট্রাইকার তা ধরিয়ে দেন মেসিকে। আর্জেন্টিনার অধিনায়ক শট নিলে রোমার গোলরক্ষক তা প্রতিহত করার চেষ্টা করেন। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন মেসি।  প্রতিপক্ষের গোলরক্ষকের উপর দিয়ে বল পাঠিয়েছিলেন জালে। উয়েফা ডটকম ব্যবহারকারীদের মধ্যে ৭৩ হাজার ৩৩১ ভোট পেয়েছেন মেসি, যা মোট ভোটের ৩৪ শতাংশ। ১৩ শতাংশ ভোট পেয়ে পর্তুগালের রিকারদিনিয়োর গোলটি হয়েছে দ্বিতীয়। উয়েফা ফুটসাল চ্যাম্পিয়নশিপে গোলটি করেছিলেন এই পর্তুগিজ। আর ইউরো-২০১৬তে পোল্যান্ডের বিপক্ষে সুইজারল্যান্ডের জেরদান শাকিরির বাইসাইকেল কিকে করা গোলটি তৃতীয় স্থান অধিকার করেছে।এনইউ/পিআর

Advertisement