বিনোদন

ছবি মুক্তির আনন্দে কাঁদলেন নারগিস আকতার

চলচ্চিত্র নির্মাতা নারগিস আকতার পরিচালিত `পৌষ মাসের পিরিত` ছবির নির্মাণ কাজ শুরু হয় প্রায় ছয় বছর আগে। এরপর নানা কারণে ছবিটির নির্মাণে বেগ পেতে হয়। অবশেষ সব ধকল কাটিয়ে ছবিটি আগামী ২ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। সেই আনন্দে ব্যক্ত করতে গিয়ে কেঁদে ফেলেন নারগিস।বুধবার সন্ধ্যায় ছবিটি মুক্তি উপলক্ষে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতা।এসময় তিনি বলেন, `পৌষ মাসের পিরিত` ছবিটিকে ঘিরে আমার অনেক স্বপ্ন। যখন ছবিটি নির্মাণে হাত লাগাই তখন আমি অনেকটা টম বয়ের মতো ছিলাম। অনেক দুষ্টুমি, অনেক যত্ন, অনেক আশা ছিলো এই ছবিকে ঘিরে। নির্মাণ কাজের কয়েক লট পরে ছবিটি আর্থিক সংকটে পড়ে। সে সময় আমি একেবারে দিশেহারা হয়ে পড়ি। নিজের গাঁটের পয়সা ব্যয় করে, অনেকের সহায়তায় শেষ পর্যন্ত ছবিটি আলোর মুখ দেখতে যাচ্ছে। আমার এই আনন্দের সীমা নেই।`বলতে বলতে কেঁদে ফেলেন নারগির আকতার। `মেঘের কোলে রোদ` ছবির এই নির্মাতা আরো বলেন, `আমি আগে যেসব ছবি নির্মাণ করেছি প্রতিটি ছবিই সমাদৃত হয়েছে। এজন্য নিজের দায়িত্ববোধ থেকে এই ছবিটির জন্য আমার সর্বোচ্চ মেধা-শ্রম দিয়েছি। সে কারণে ছবিটিকে আমার সন্তানের চোখে দেখছি।`তিনি আরো বলেন, `মৌলিক গল্পে `পৌষ মাসের পিরিত` ছবিটি নির্মিত হয়েছে। সবাই হলে গিয়ে ছবিটি দেখলে আমারসহ ছবির পুরো ইউনিটের শ্রম-স্বার্থক হবে।`সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং ফোকসম্রাজ্ঞী মমতাজ, কণ্ঠশিল্পী রফিকুল আলম ছাড়া আরো অনেকে। তারা সবাই এই ছবির জন্য শুভকামনা ব্যক্ত করেন।ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। এছাড়া আরো অভিনয় করেছেন টনি ডায়েস, আহমেদ রুবেল, প্রিয়াঙ্কা, তরু মোস্তফা প্রমুখ।ছবির অভিনেতা টনি ডায়েস বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন। সে কারণে ছবি মুক্তির প্রচারণায় উপস্থিত থাকতে পারেননি। তবে স্কাইপের মাধ্যমে সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছবিতে কাজের অভিজ্ঞতা ব্যক্ত করেন। কিন্তু ঢাকায় থেকেও এবং অনুষ্ঠানে আসবেন কথা দিয়ে আসেননি পপি। এজন্য পরিচালক বিরক্তি প্রকাশ করেন।দুই বাংলার বিখ্যাত উপন্যাসিক নরেন্দ্রনাথ মিত্রের `রস` গল্প অবলম্বনে নির্মিত হয়েছে `পৌষ মাসের পিরিত` ছবিটি। ছবির সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, মমতাজ ও মনির খান।এনই/এলএ/বিএ

Advertisement