খেলাধুলা

‘নেইমার প্রমাণ করেছে, বিশ্বসেরাদেরই একজন’

অলিম্পিকে নিজেকে সপে দিয়েছেন নেইমার। ‘কোণঠাসা’ ব্রাজিলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। প্রতিশোধের ম্যাচে দলকে জিয়েছেন তিনি। তার গোলে লিড পায় ব্রাজিল। পরে টাইব্রেকারে জয়সূচক গোল করে ব্রাজিলকে এনে দেন অলিম্পিক ফুটবলে প্রথম সোনা। এতে নেইমারের প্রশংসায় পঞ্চমুখ জেরার্ড পিকে। চাপের মাঝেও নিজেকে মেলে ধরতে পারেন নেইমার। অলিম্পিকেই তা করে দেখিয়েছেন ব্রাজিলের সদ্য বিদায়ী অধিনায়ক। স্পেন ও বার্সেলোনা ডিফেন্ডার পিকের ভাষায়, ‘নেইমার প্রমাণ করেছে, সে বিশ্বসেরাদেরই একজন। অলিম্পিকের ফাইনালে নিষ্পত্তিমূলক পেনাল্টিতে লক্ষ্যভেদ করেছে। প্রথমবারের মতো ব্রাজিলকে সোনা এনে দিয়েছে। চাপকে জয় করতে পারে নেইমার।`আগামী ১ ও ৬ সেপ্টেম্বর ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ রয়েছে ব্রাজিলের। এই ম্যাচ দুটোতে ব্রাজিলের হয়ে খেলতে বার্সার অনুমতি পেয়েছেন নেইমার। তাকে অনুমতি দেয়ায় বার্সা বস লুইস এনরিককে সমর্থন জানালেন পিকে। বলেন, ‘নেইমারের ছুটি ও বিশ্রাম দরকার। কারণ একটি লম্বা টুর্নামেন্টের মধ্যে ছিল সে। সামনে রয়েছে আন্তর্জাতিক ম্যাচ। তাই এটা (ব্রাজিলের হয়ে খেলতে বার্সার অনুমতি) সঠিক সিদ্ধান্ত।’এনইউ/আরআইপি

Advertisement