আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ঢাকায় আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। অথচ সাম্প্রতিক সময়ে গুলশান এবং শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় শংকায় পড়ে গেছে এ সিরিজ। গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখতে সারেজমিনে পরিদর্শন করেও মন ভরেনি ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলের। তাই ইংল্যান্ড ক্রিকেট দলকে অভয় দিয়ে এক বার্তা দিলেন বাংলাদেশ দলের রঙ্গিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জানালেন, বাংলাদেশে এসে নিশ্চিত মনেই সিরিজ খেলতে পারবে ইংলিশরা।বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলের হয়ে অনুশীলন করতে আসেন মাশরাফি। এরপর বিসিবি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি ইংল্যান্ড দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, ‘প্রত্যেকটি ক্রিকেটারের ক্ষেত্রেই আমি বলবো, তোমরা আসবা। আমি নিশ্চিত তোমরা এখানে এসে নিশ্চিত মনে ক্রিকেট খেলতে পারবা। অন্যকিছু নিয়ে ভাবার সুযোগ নেই। আশাকরি, খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। এই পরিস্থিতিতে যদি তারা খেলতে আসে, তাহলে আমাদের ভেতর বন্ধুত্ব আরও দৃঢ় হবে।’গত ১৭ আগস্ট ইংলিশ ক্রিকেটারদের জন্য নেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা ব্যবস্থা সারেজমিনে পরিদর্শণ করতে তিন সদস্যের প্রতিনিধি দল পাঠায় ইংল্যান্ড। বাংলাদেশের হোটেল এবং স্টেডিয়ামের সুবিধা ও নিরাপত্তা দেখে সন্তুষ্ট হলেও ক্রিকেটারদের হোটেল থেকে স্টেডিয়াম এবং বিমান বন্দরে যাত্রা পথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে তারা। এমন সংবাদই প্রকাশ করেছে ইংল্যান্ডের কয়েকটি গনমাধ্যম।আরটি/আইএইচএস/এবিএস
Advertisement