জাতীয়

দেশজুড়ে তীব্র ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দেশজুড়ে এ ভূকম্পন অনুভূত হয়।যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮।বাংলাদেশ আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৫২৬ কিলোমিটার।এদিকে ছুটির কিছুক্ষণ আগে তীব্র এ ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বমহলে। বড় বড় ভবন থেকে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে নিচে নেমে আসে। ঢাকা ছাড়া বিভিন্ন জেলায়ও এ তীব্র ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জাগো নিউজের প্রতিনিধিরা জানিয়েছেন। তবে দেশের কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  উল্লেখ্য, আজ (বুধবার) ভোরে ইতালিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে সর্বশেষ ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া গতকাল মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকেও সারাদেশে মৃদু কম্পন অনুভূত হয়।আরএস/এবিএস

Advertisement