খেলাধুলা

বাংলাদেশে নিরাপত্তার সমস্যা নেই : মাশরাফি

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কি না তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেশে ফিরে এ সফর নিয়ে নেতিবাচক কথাই বলেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান রেগ ডিকসন। তবে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ইংল্যান্ডের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে নিরাপত্তার কোন সমস্যা নেই।বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে বিসিবি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি বলেন, ‘যতটুকু জেনেছি, আমাদের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ অবস্থায় থাকবে। প্রয়োজনে সেটা আরও বাড়ানো হবে। সে সামর্থ্য আমাদের ক্রিকেট বোর্ডের আছে। বড় বড় টুর্নামেন্টে এই নিরাপত্তা দিয়ে এসেছি। আমার বিশ্বাস, এসব পরিস্থিতিতে আমরা যথেষ্ট ভালো।’এর আগে চলতি বছরে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপে খেলতে এসেছিল প্রায় সবগুলো দল। দল পাঠিয়েছিল ইংলিশরাও। শুধু আসেনি অস্ট্রেলিয়া। তাই ইংল্যান্ডকে বাংলাদেশের বন্ধু হিসেবেই বিশ্বাস করেন মাশরাফি।‘অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তারা এসেছিলো। বাংলাদেশের এমন পরিস্থিতে সব সময় ইংল্যান্ড আমাদের পাশে ছিলো। এখনো আমি আশা করছি, ওরা থাকবে আমাদের সঙ্গে।’এই সিরিজকে খেলার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন মাশরাফি। তিনি বলেন, ‘এটাতো শুধু একটা খেলাই না। এর মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে। আমি মনে করি, এ ধরনের পরিস্থিতিতে ইংল্যান্ড সব সময় আমাদের পক্ষে ছিলো। অন্য দেশও ছিলো। আগের দুইবার তারা এখানে এসেছে। অবশ্যই আমরা এজন্যই চাচ্ছি, তারা এখানে আসবে আমাদের সঙ্গে খেলবে।’ইংল্যান্ডকে বাংলাদেশ আসার অনুরোধ করলেও তবে ব্যক্তিগতভাবে তাদের কারও সঙ্গে যোগাযোগ করেননি মাশরাফি। বিষয়টি ছেড়ে দিয়েছেন পুরোপুরি বোর্ডের ওপর, ‘কোন একটা অফিসিয়াল ট্যুরে দুই বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে। আসলে এগুলো কি অবস্থা আছে সেগুলো খেলোয়াড়দের চেয়ে বেশি নির্ভর করে বোর্ডে যারা আছে তাদের ওপর। আমার বিশ্বাস অবশ্যই ইসিবি (ইংল্যান্ড ক্রিকেট বোর্ড) শক্তভাবে বিষয়টি দেখবে এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থায় তারা সন্তুষ্ট হবে।’আরটি/এমআর/এমএস

Advertisement