খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের দল ঘোষণা

দুটি টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। আর এ সিরিজকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড নারী দল।আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দুইটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই এই সিরিজ শুরু হবে । একদিন বিরতি দিয়ে ৮ সেপ্টেম্বর প্রথম একদিনের ম্যাচ ও ১০ সেপ্টেম্বর দ্বিতীয় একদিনের ম্যাচ দিয়ে বাংলাদেশ নারী দলের আয়ারল্যান্ড সফর শেষ হবে। সবগুলো ম্যাচই হবে ব্রেডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে।তবে আয়ারল্যান্ড সফরকে সামনে বিসিবির অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরানের অধীনে মিরপুরে নিয়মিত অনুশীলন করছে নারী ক্রিকেট দল। ২২ জন ক্রিকেটারকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হলেও ১৮ জনে নেমে এসেছে সদস্য সংখ্যা। এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়নি।আয়ারল্যান্ড ওয়ানডে দল:  লরা ডিলানি (অধিনায়ক), কিম গার্থ, সিসিলিয়া জয়েস, ইসোবেল জয়েস, মেগ কেন্ডাল, শনা কাভানাগ, এমি কেনিলি, গ্যাবি লুইস, রবিন লুইস, কাইয়ারা মেটকালফে, লুসি ও’রেইলি, ক্লেয়ার শিলিংটন, ম্যারি ওয়ালড্রন।আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল :লরা ডিলানি (অধিনায়ক), কিম গার্থ, জেনিফার গ্রে, সিসিলিয়া জয়েস, ইসোবেল জয়েস, শনা কাভানাগ, এমি কেনিলি, গ্যাবি লুইস, রবিন লুইস, কাইয়ারা মেটকালফে, লুসি ও’রেইলি, ক্লেয়ার শিলিংটন, ম্যারি ওয়ালড্রন।এমআর/আরআইপি

Advertisement