যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘বিভিন্ন বিষয়ের জনক’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-১. প্রশ্ন : বীজ গণিতের জনক কে?উত্তর : আল-খাওয়ারিজমি।২. প্রশ্ন : বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?উত্তর : চার্লস ডারউইন।৩. প্রশ্ন : সনেটের জনক কে?উত্তর : পের্ত্রাক।৪. প্রশ্ন : সামাজিক বিবর্তনবাদের জনক কে?উত্তর : হার্বাট স্পেন্সর।৫. প্রশ্ন : বাংলা সনেটের জনক কে?উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।৬. প্রশ্ন : ইংরেজি কবিতার জনক কে?উত্তর : থিউফ্রেচসার।৭. প্রশ্ন : বাংলা মুক্তক ছন্দের জনক কে?উত্তর : কাজী নজরুল ইসলাম।৮. প্রশ্ন : বাংলা চলচ্চিত্রের জনক কে?উত্তর : হীরালাল সেন।৯. প্রশ্ন : বাংলা গদ্য ছন্দের জনক কে?উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।১০. প্রশ্ন : আধুনিক রসায়নের জনক কে?উত্তর : জন ডালটন।১১. প্রশ্ন : আধুনিক গণতন্ত্রের জনক কে?উত্তর : জন লক।১২. প্রশ্ন : আধুনিক বিজ্ঞানের জনক কে?উত্তর : রাজার বেকন।১৩. প্রশ্ন : শ্রেণিকরণ বিদ্যার জনক কে?উত্তর : ক্যারোলাস লিনিয়াস।১৪. প্রশ্ন : আধুনিক ল্যাপটপের জনক কে?উত্তর : বিল মোগারিজ।১৫. প্রশ্ন : সার্চ ইঞ্জিনের জনক কে?উত্তর : এলান এমটাজ।১৬. প্রশ্ন : টুইটারের জনক কে?উত্তর : জ্যাক ডোরসেই।১৭. প্রশ্ন : ই-বুকের জনক কে?উত্তর : মাইকেল এস হার্ট।১৮. প্রশ্ন : মোবাইল ফোনের জনক কে?উত্তর : মার্টিন কুপার। ১৯. প্রশ্ন : ফেসবুকের জনক কে?উত্তর : মার্ক জুকারবার্গ।২০. প্রশ্ন : ডিজিটাল ক্যামেরার জনক কে?উত্তর : স্টিভেন জে সিসোন।এসইউ/এমএস
Advertisement