আসন্ন ২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক স্তরের সকল পাঠ্যপুস্তকের প্রচ্ছদে প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবিসহ স্লোগান ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ অন্তর্ভুক্ত রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. নজরুল ইসলাম বাবু, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশ নেন। বৈঠকে উপানুষ্ঠানিক শিক্ষার সার্বিক কার্যক্রম, এনসিটিবি কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপানোর বিষয়ে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে সকল পিটিআইতে কম্পিউটার ল্যাব ও গাড়ি প্রদানের ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। এইচএস/জেএইচ/এমএস
Advertisement