বিনোদন

বিদেশি বাদকদের তালে মেতেছেন গুণী শিল্পীরা

বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সব শিল্পীদের শ্রোতাপ্রিয় গানগুলোকে নতুন করে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার মানসে নান্দনিক আয়োজন ‘উইন্ড অব চেঞ্জ’। এবারে চলছে এর দ্বিতীয় আসর, প্রি সিজন টু। বর্তমানে এফডিসির জসিম ফ্লোরে গানগুলোর রেকর্ডিং ও চিত্রায়ন চলছে। এখানে গান পরিবেশন করছেন আধুনিক, চলচ্চিত্র, ব্যান্ড, ফোঁকসহ নানা ঘরানার শিল্পীদের গানের নতুন আয়োজন। এরইমধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, এন্ড্রু কিশোর, ফেরদৌস ওয়াহিদ, মুজিব পরদেশী, জেমস, চন্দনা মজুমদারসহ আরো অনেকেই। ‘উইন্ড অব চেঞ্জ’র সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস জাগো নিউজকে বলেন, ‘নতুন এই পর্বে আমরা পুরনো দিনের খুব প্রিয় গানগুলোকে বাছাই করেছি। সেগুলোকে নতুন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা চলছে। গানগুলো স্ব স্ব শিল্পীর কণ্ঠেই শুনতে ও দেখতে পাবেন সবাই। পাশাপাশি নতুন মুখও থাকছে। এটা আসলে বিভিন্ন প্রজন্মের একটা সমন্বয়ের চেষ্টা।’তিনি আরো জানালেন, ‘আমাদের দেশীয় শিল্পীদের সঙ্গে নানা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন ১২ জন বিদেশি। তারা রাশিয়া, লাটভিয়া, পোল্যান্ড, আমেরিকা ও ভারতের নাগরিক। এদেরে অনেকে দীর্ঘদিন ধরে ড্রামার, কিবোর্ডিস্ট, বেহালা বাদক, বেজ গিটারিস্ট ও স্যাক্সোফোন বাদক হিসেবে কাজ করছেন। বিশ্বের সব নামী দামি শিল্পী ও ব্যান্ডদলেও সঙ্গে বাজিয়েছেন অনেকে। ‘উইন্ড অব চেঞ্জ প্রি সিজন টু’ পরিচালনা করছেন ফারজানা মুন্নী। এর সংগীত পরিচালনা করছেন কৌশিক হোসেন তাপস। টিএম প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য এই আয়োজনটি গানবাংলার অংশ। আসছে ঈদে এটি উপভোগ করা যাবে গানবাংলা চ্যানেলে। ঈদের প্রথম তিন দিনে নতুন স্বাদে পুরনো ১৬-১৭টি গান প্রচার হবে। এবার ‘উইন্ড অব চেঞ্জ- প্রি সিজন টু’-এর পৃষ্ঠপোষকতা দিচ্ছে রবি ইয়োন্ডার।এলএ/পিআর

Advertisement