ফিলিপাইনে দায়িত্ব নেয়ার পর মাদকবিরোধী অভিযান শুরু করেন প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে। গত সাত সপ্তাহে মাদকবিরোধী এসব অভিযানে এক হাজার ৮০০ জন নিহত হয়েছে।রয়টার্সের খবরে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পরপরই প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।পুলিশপ্রধান রোনাল্ড ডেলা রোসা সোমবার সিনেট কমিটিকে জানিয়েছেন, ১ জুলাই থেকে এখন পর্যন্ত পুলিশের অভিযানে ৭১২ জন মাদক চোরাকারবারি ও মাদক ব্যবহারকারী নিহত হয়েছে। এছাড়া আরও এক হাজার ৬৭টি খুনের ঘটনার তদন্ত চলছে। ফলে মাদক সংক্রান্ত খুনের সংখ্যা ১ হাজার ৮০০ ছাড়িয়েছে।রোনাল্ড ডেলা আরো জানিয়েছেন, তার প্রায় তিনশ কর্মকর্তা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। টিটিএন/এমএস
Advertisement