আন্তর্জাতিক

দুইশ’ বছর পর গ্রিসে নির্মিত হচ্ছে মসজিদ

মসজিদ নির্মাণে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে গ্রিস। ফলে প্রায় ২০০ বছর পর দেশটির রাজধানী এথেন্সে মসজিদ নির্মাণের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেল।গ্রিসে ১৮২৯ সালে ওসমানিয়া শাসন অবসানের পর এথেন্সে আর মসজিদ তৈরি হয়নি। চলতি মাসে এথেন্সে মসজিদ নির্মাণের একটি বিল অনুমোদন করেছে গ্রিস সরকার। মসজিদটি এথেন্সের উপকণ্ঠ ভোটানিকোসে নির্মাণ করা হবে। প্রায় এক দশক ধরে মসজিদটি তৈরির পরিকল্পনা করা হয়েছিল। এ জন্য ৯ লাখ ৪৬ ইউরো সমপরিমাণ অর্থ বরাদ্দ করা হবে। গ্রিক নৌবাহিনীর অব্যবহৃত ঘাঁটিতে নির্মিত হবে এ মসজিদ।এদিকে, এথেন্স থেকে দূরবর্তী একটি শিল্প এলাকায় মসজিদটি নির্মিত হচ্ছে বলে অনেক মুসলমানই অভিযোগ করেছেন। একইসঙ্গে গ্রিসের রাজধানীর কেন্দ্রস্থলে মসজিদ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। সূত্র -পার্সটুডেআরএস/পিআর

Advertisement