আন্তর্জাতিক

মিয়ানমারে সুষমা সু চির সাক্ষাৎ

মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ এইচ তিন কিয়াওয় ও সরকারের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এর আগে গতকাল (সোমবার) তিনি দেশটির রাজধানী নেপিডো পৌঁছান।টুইটারে সুষমা ও সু চির ছবি পোস্ট করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ লিখেছেনন, ‘ভারতের পুরোনো বন্ধু এখন উন্নয়নে নতুন অংশীদার।’টুইটারে অপর এক পোস্টে বিকাশ আরো লেখেন, মিয়ানমারের প্রেসিডেন্টকে সুষমা বলেছেন, দেশটির নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে ভারত।সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) রাষ্ট্রক্ষমতা বুঝে নেওয়ার পর মিয়ানমারে এটাই প্রথম ভারতের উচ্চপর্যায়ের কোনো ব্যক্তির সফর। এ সফরে সুষমার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।আরএস/পিআর

Advertisement