ফিলিপাইনে প্রায় ৩শ পুলিশ কর্মকর্তা মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশ প্রধান জানিয়েছেন, তার প্রায় তিনশ কর্মকর্তা মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত রয়েছেন। ওই কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে যে কোনো সময় তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। পুলিশের মহাপরিচালক রোনাল্ড দেলা জানিয়েছেন, প্রায় ৩শ পুলিশ কর্মকর্তা মাদ্রক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে সন্দেহের তালিকায় রয়েছেন। সিনেটের এক শুনানিতে তিনি বলেন, মাদক ব্যবসায়ী এবং মাদক ব্যবহারকারীদের গুলি করার কোনো নীতি ঘোষণা করা হয়নি। টিটিএন/এমএস
Advertisement