জাতীয়

সৌদি পৌঁছেছেন ৫০ হাজারেরও বেশি হজযাত্রী

বাংলাদেশ থেকে ৫০ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ২ হাজার ৭শ’ ৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪৭ হাজার ৩শ’ ৫৫ জন রয়েছেন। সোমবার (২২ আগস্ট) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৫টি ও সৌদি এয়ারলাইন্সের ৮৭টি ফ্লাইটে এ সব যাত্রী পরিবহন করা হয়। ধর্ম মন্ত্রণালাধীন মক্কা হজ অফিস থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ সব তথ্য জানা যায়।সূত্র জানায়, ১৫ দিন বিরতির পর আগামী বৃহস্পতিবার থেকে সরকারি হজযাত্রীদের ফ্লাইট ফের শুরু হচ্ছে। এদিকে সোমবার বগুড়া জেলার মোছা. মরিয়ম বেগম (৫১) নামে এক মহিলা হজযাত্রী পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর বি জে ০৪৮১৮৮২। এ নিয়ে চলতি বছর হজে গিয়ে বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে  ৪ জন পুুরুষ ও ৪ জন মহিলার মৃত্যু হলো।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ই সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৫৮ জন। গত ৪ আগস্ট বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরব যায়। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৫ সেপ্টেম্বর।এছাড়া হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর ও হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১৭ অক্টোবর। এমইউ/একে/পিআর

Advertisement