দেশজুড়ে

শীতলক্ষ্যায় ট্রলারডুবি : ৩ লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া এবং ময়মনসিংহ জেলার নবগঠিত পাগলা থানার সংযোগস্থল শীতলক্ষ্যা নদীর ত্রিমোহনীতে ট্রলারডুবিতে তিনজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো অন্তত পাঁচজন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতদের একজন মহিলা ও দুইজন শিশু। নিহত মহিলার নাম আসমা বেগম। তিনি পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের সুতারতাপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী বলে জানা গেছে। নিহত শিশু দুটির পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, শ্রীপুরের বরমী বাজার থেকে একটি ট্রলার যাত্রী বোঝাই করে ত্রিমোহনীর দিকে যাওয়ার পথে এবং ত্রিমোহনী থেকে বরমীগামী অপর একটি ট্রলার শীতলক্ষ্যার মোহনায় মুখোমুখী সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনায় ঘটনাস্থলেই ত্রিমোহনীগামী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ৩০-৪০ জন যাত্রী ছিলেন। শ্রীপুর থানার ওসি মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ত্রিমোহনী এলাকা পাগলা থানায় অবস্থিত এরপরও ঘটনাস্থলে শ্রীপুর থানার পুলিশ পাঠানো হয়েছে। কাপাসিয়ার ওসিও একই কথা জানান। এ ব্যাপারে পাগলা থানার ওসির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। পাগলা থানার এসআই মাহমুদুল হাসান বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানানো যাবে।-এএইচ

Advertisement