দেশজুড়ে

সিলেটে পেট্রোলবোমায় দগ্ধ ২

সিলেটের বিশ্বনাথ উপজেলায় পেট্রোলবোমায় দুইজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আহত ট্রাকচালক হাসান (২৮) ও তার ছোট ভাই গাড়ির হেলপার আল-আমিনকে (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার কালাকোটে। এ ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত ও বিএনপি সমর্থক দুই ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের শাহপুর এলাকার কাজিবাড়ি ব্রিজে ছাতকগামী (সিলেট-ট, ০২-০০৯২) খালি ট্রাকে অবরোধ সমর্থকরা পেট্রোলবোমা ছুঁড়ে পালিয়ে যায়। এসময় আগুনে গাড়ির চালকের আসনসহ সামনের অংশ পুড়ে যায় এবং চালকসহ দুইজন গুরুতর আহত হন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।  এ ব্যাপারে থানায় মামলা হবে।এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোররাতে জামায়াত ও বিএনপি সমর্থক দুই ইউপি সদস্যকে আটক করেছে। তারা হলেন-বিশ্বনাথ সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জানাইয়া গ্রামের প্রয়াত হাজী সুনাফর আলীর ছেলে আব্দুস সোবহান এবং খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি নেতা ২নং ওয়ার্ডের ইউপি সদস্য গনাইঘর গ্রামের প্রয়াত রহমান আলীর ছেলে মিছিরুল ইসলাম মিছির।

Advertisement