যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘বিভিন্ন বিষয়ের জনক’ নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-১. প্রশ্ন : প্রাণিবিজ্ঞানের জনক কে?উত্তর : এরিস্টটল।২. প্রশ্ন : বংশগতি বিদ্যার জনক কে?উত্তর : গ্রেগর জোহান মেন্ডেল।৩. প্রশ্ন : বাংলা উপন্যাসের জনক কে?উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।৪. প্রশ্ন : বাংলা কবিতার জনক কে? উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।৫. প্রশ্ন : বাংলা গদ্যের জনক কে? উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।৬. প্রশ্ন : বাংলা নাটকের জনক কে?উত্তর : দীনবন্ধু মিত্র।৭. প্রশ্ন : বাংলা ছোটগল্পের জনক কে?উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।৮. প্রশ্ন : বীজ গণিতের জনক কে? উত্তর : আল-খাওয়ারিজমী।৯. প্রশ্ন : ভূগোলের জনক কে?উত্তর : ইরাতেস্থিনিস।১০. প্রশ্ন : মনোবিজ্ঞানের জনক কে?উত্তর : উইলহেম উন্ড।১১. প্রশ্ন : রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?উত্তর : এরিস্টটল।১২. প্রশ্ন : রসায়নের জনক কে?উত্তর : জাবির ইবনে হাইয়ান।১৩. প্রশ্ন : শরীরবিদ্যার জনক কে?উত্তর : উইলিয়াম হার্ভে।১৪. প্রশ্ন : শ্রেণিবিদ্যার জনক কে?উত্তর : ক্যারোলাস লিনিয়াস।১৫. প্রশ্ন : বিজ্ঞানের জনক কে?উত্তর : থেলিস।১৬. প্রশ্ন : সামাজিক বিবর্তনবাদের জনক কে? উত্তর : হার্বাট স্পেন্সর।১৭. প্রশ্ন : সমাজবিজ্ঞানের জনক কে?উত্তর : অগাস্ট কোৎ।১৮. প্রশ্ন : পদার্থবিজ্ঞানের জনক কে?উত্তর : আইজ্যাক নিউটন।১৯. প্রশ্ন : হিসাববিজ্ঞানের জনক কে?উত্তর : লুকাপ্যাসিওলি।২০. প্রশ্ন : অঙ্কের জনক কে?উত্তর : আর্কিমিডিস।এসইউ/আরআইপি
Advertisement