খেলাধুলা

বাংলাদেশ থেকেই হচ্ছে এসিসির পরবর্তী সভাপতি

দিন দুয়েক আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অষ্টম সভাপতি হিসেবে নিযুক্ত হন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। শ্রীলঙ্কায় এসিসির সভায় তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। আগামী দু’বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি।এরপর এসিসির সভাপতি হবে কোন দেশ থেকে? বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির পরবর্তী সভাপতির পদ অলঙ্কৃত করবে বাংলাদেশ। শ্রীলংকায় অনুষ্ঠিত এসিসির সভা শেষ করে দেশে ফিরে আজ সোমবার বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এসিসির পরবর্তী সভাপতি নির্বাচিত হবে বাংলাদেশ থেকে। এ ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যাকে নির্ধারণ করবে, তিনিই হবেন ২০১৮-১৯ সালে এসিসির সভাপতি।’এর আগে সাধারণত বিসিবির সভাপতিই অলঙ্কৃত করেছেন এসিসির সভাপতির পদ। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন ওই দায়িত্ব পেতে পারেন, যদি ২০১৮-১৯ সালে তিনি বিসিবির প্রধান হিসেবে দায়িত্বে থাকেন। এছাড়া বিসিবি চাইলে এসিসি সভাপতি পদে ভিন্ন কাউকেও মনোনয়ন দিতে পারে।এআরবি/এনইউ/এবিএস

Advertisement