ঢাকাই ছবির জনপ্রিয় জুটি আঁচল-বাপ্পীর ষষ্ঠ ছবি ‘সুলতানা বিবিয়ানা’ ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এটি ঈদে মুক্তি পাচ্ছে না বলে জাগো নিউজকে জানিয়েছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ।আরশাদ আদনান বলেন, ‘আমাদের বর্তমান হল সংখ্যা একেবারেই কম। ঈদে বিগ বাজেটের কয়েকটি ছবি মুক্তি পাচ্ছে। তাই হল দখল নিয়ে ছবিগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে। এখানে একটি ছবি বেশি মানেই ঝুঁকিটা বেড়ে যাওয়া। তাছাড়া আমার খুব কাছের বন্ধু প্রযোজক মোহাম্মদ ইকবালের ‘শুটার’ ছবিটি এই ঈদে মুক্তি পাচ্ছে। তার ছবিটির সমর্থনে এবং ইন্ডাস্ট্রির স্বার্থে আমি ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি মুক্তি দেয়ার সিন্ধান্ত থেকে সরে এসেছি।’তিনি আরো বলেন, ‘আমার প্রত্যাশা আমরা যারা দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে মৌলিক ছবি বানাচ্ছি সবাই মিলেমিশে থাকবো। একজন বন্ধু প্রতিম প্রযোজক টিকে থাকলে সেটি আমার জন্য আনন্দের এবং সাহসের। আমি সবসময় সবার কাছ থেকে আন্তরিকতা এবং সহযোগিতা পেয়েছি। তাই আমিও বন্ধুত্বের হাত বাড়াতে দ্বিধাবোধ করি না।’আরশাদ আদনান জানান, ‘এই ইন্ডাস্ট্রিটা আমাদের। প্রযোজনের সময় সকালে যদি কম-বেশি স্যাক্রিফাইজ করি তাহলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে সময় লাগবে না। বিষয়টিকে ইতিবাচক ভাবে নেয়ার জন্যও ছবিটির শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’নির্মাতা হিমেল আশারাফ বলেন, ‘সুলতানা বিবিয়ানা ছবির শুধু মাত্র একটি গানের শুটিং বাকি আছে। যার শুটিং করার কথা ছিল আগামী কাল থেকে বান্দরবনে। কিন্তু ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ায় আপাতত সেটি হচ্ছে না। ঈদের পর শুটিং করবো।’ সুলতানা বিবিয়ানা ছবিতে বাপ্পির বিপরীতে আছেন আঁচল। এটি এ জুটির ষষ্ঠ ছবি। মিষ্টি প্রেম নির্ভর গল্পের এই ছবিতে আরো অভিনয় করেছেন অমিত হাসান। এনই/এলএ/এমএস
Advertisement