আন্তর্জাতিক

বোকো হারামের হামলায় নিহত ১০ অপহরণ ১৩

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর চিবুকের একটি গ্রামে হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করে আরো ১৩ জনকে অপহরণ করেছে বোকো হারাম। এর আগে ২০১৪ সালে ওই এলাকা থেকে ২শ স্কুলছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারামের জঙ্গিরা। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে এএফপি নিউজ। শনিবার ভোরে মোটরসাইকেলে করে অস্ত্রধারী জঙ্গিরা কুবরিভু গ্রামে হামলা চালায়। সেসময় স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই ঘুমিয়ে ছিল। জঙ্গিরা ঘুমন্ত লোকজনের ওপর গুলি ছুড়লে ঘটনাস্থলে ১০ জন নিহত হয়। গোলাগুলির পর তারা বেশ কয়েকটি বাড়ি-ঘরে আগুন জ্বালিয়ে দেয়। গ্রাম ছাড়ার সময় তারা নারী ও শিশুসহ ১৩ জনকে অপহরণ করে নিয়ে যায়। লুকা দামিনা নামের এক বাসিন্দা জানান, বোকো হারাম জঙ্গিরা চারটি মোটরসাইকেলে করে এসেছিল। প্রতিটি মোটরসাইকেলে তিনজন করে জঙ্গি ছিল। তারা ঘুমন্ত গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। তারা গ্রাম থেকে খাবার সামগ্রী লুট করার পর পুরো গ্রামে আগুন ধরিয়ে দেয়। পরে সেখান থেকে নারী ও পুরুষসহ বেশ কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায়। টিটিএন/এমএস

Advertisement