ধর্ম

রোগমুক্ত হওয়ার আমল

আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, ‌নিশ্চয় আল্লাহ তাআলা সর্ব বিষয়ের ওপর ক্ষমতাবান।` যারা সর্ব বিষয়ে পরিপূর্ণ রূপে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তাআলা তাদের সকল সমস্যা সমাধানে যথেষ্ট। সুতরাং দুনিয়ার জীবনে সকল সমস্যায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া বান্দার একান্ত কর্তব্য।মানুষ যখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তখন বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করেন। তাই প্রত্যেক বান্দার উচিত অসুস্থতার পূর্বে সুস্থতার জন্য আল্লাহ নিকট আশ্রয় চাওয়া। আর অসুস্থ হয়ে গেলে আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلسَّلَامُ) আস-সালামু-এর আমল করলে, আল্লাহ তাআলা ঐ বান্দাকে সুস্থতা দান করেন। রোগমুক্ত থাকার আমলটি তুলে ধরা হলো- উচ্চারণ : আস-সালামুআমল>> আল্লাহ তাআলা সকল ধরেন দোষ-ত্রুটি থেকে মুক্ত। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলা এ পবিত্র গুণবাচক নামটি যে কোনো রোগের ওপর ১১১ বার পড়ে তবে তা আল্লাহ তাআলার ইচ্ছায় ভাল হয়ে যায়।>> আর যে ব্যক্তি এ গুনবাচক নামের আমল সব সময় করে তবে আল্লাহ তাআলা যাবতীয় ভয়-ভীতি দূর করে দিবেন।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ছোট্ট আমলটি করে রোগমুক্ত ও ভয়-ভীতিহীন জীবন লাভ করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/আরআইপি

Advertisement