খেলাধুলা

এবার ‘নো’ বল ডাকবেন টিভি আম্পায়াররা

প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে ক্রিকেটের আইন। কখনও ডিআরএস, কখনও নো বল এবং ফ্রি হিট সম্পর্কিত আইন আবার কখনও ব্যাট বড় না ছোট হবে- এসব সম্পর্কিত আইন পরিবর্তন করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার নতুন একটি নিয়ম প্রচলন করতে যাচ্ছে আইসিসি। বোলারদের ফ্রন্টফুট নো বল নির্ধারণ করবেন টিভি আম্পায়াররা। এ জন্য অবশ্য অন ফিল্ড আম্পায়ার সাহায্য চাইবেন টিভি আম্পায়ারের। এরপরই টিভি আম্পায়ার যাচাই-বাছাই করে সেটা নো বল নাকি নো বল নয়- তার ঘোষণা দেবেন। অথবা কোন অনফিল্ড আম্পায়ার যদি ফ্রন্টফুট নো ডাকেন, তাহলে সেটাও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পরীক্ষা করে দেখবেন টিভি আম্পায়াররা। প্রথমবারেরমত নতুন এ নিয়মটি প্রচলন করতে যাচ্ছে আইসিসি এবং এটা প্রথম ব্যবহার হবে ইংল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজ থেকে। আইসিসির আম্পায়ার অ্যান্ড রেফারি কমিটির সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান গ্রিফিথ বলেন, ‘এই নিয়মটা প্রাথমিকভাবে চালু করা হচ্ছে ফ্রন্টফুট নো বল ডাকতে গেলে সেটা যেন আর নিখুঁত এবং ধারাবাহিক হয়, সে জন্য। এতে করে টিভি আম্পায়ারদের কাজের ব্যস্ততা আরও বাড়বে এবং প্রযুক্তির ব্যবহারে খেলা নিখুঁতত্ব আরও প্রতিষ্ঠিত হবে।ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে তো হচ্ছে প্রাথমিকভাবে। কবে থেকে এই নিয়ম পুরোপুরি প্রচলন করা হবে? জানতে চাইলে আদ্রিয়ান গ্রিফিথ বলেন, ‘ট্রায়াল পরীক্ষায় যদি দেখি যে আমাদের যে উদ্দেশ্য সেটা পুরোপুরি অর্জিত হচ্ছে এবং প্রযুক্তির নিখুঁত ব্যবহার করা যাচ্ছে, তাহলে খুব দ্রুতই এটাকে পুরোপুরি বাস্তবায়ন করে ফেলবো। এই নিয়ম প্রচলন করলে অন ফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্তগুলোও হবে আর প্রযুক্তি নির্ভর এবং আরও নিখুঁত।’আইএইচএস/এমএস

Advertisement