ধর্ম

জেনে নিন কাবা শরিফ তাওয়াফের ওয়াজিবসমূহ

বাইতুল্লাহ তাওয়াফ হজের অন্যতম রোকন। কাবা শরিফ তাওয়াফকালে কিছু কাজ রয়েছে, যেগুলো যথাযথভাবে পালন করা জরুরি। নিন্মে তাওয়াফের আবশ্যক করণীয় বিষয়গুলো তুলে ধরা হলো-তাওয়াফের ওয়াজিব সমূহ১. শরীর পাক-সাফ রাখা, ওজু করা। মহিলাদের হায়েজ নেফাছ অবস্থায় তাওয়াফ করা জায়েজ নাই।২. ছতর ঠিক রাখা। অর্থাৎ যেটুকু ঢাকা প্রত্যেক পুরুষ-নারীর জন্য ফরজ।৩. তাওয়াফে হাতিমে কাবাকে অন্তর্ভূক্ত রাখা।৪. পায়ে হেঁটে তাওয়াফ করা। অক্ষম ব্যক্তি বিকল্প মাধ্যমে তাওয়াফ করতে পারবেন।৫. হাজরে আস্ওয়াদ থেকে শুরু করে ডানদিকে অর্থাৎ বাইতুল্লাহর দরজার দিকে তাওয়াফ শুরু করা।৬. এক নাগাড়ে বিরতিহীন ভাবে সাতবার চক্কর দিয়ে তাওয়াফ পূর্ণ করা।৭. সাত চক্করে এক তাওয়াফ, এটা পূর্ণ হলেই তাওয়াফের নামাজ পড়া। উপরোক্ত বিষয়গুলোর কোনো একটি ছুটে গেলে আবার তাওয়াফ করতে হবে। অন্যথায় দম বা কুরবানি করা ওয়াজিব। (মুয়াল্লিমুল হুজ্জাজ) আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজ ও ওমরা পালনে যথাযথভাবে তাওয়াফ করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/আরআইপি

Advertisement