গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলাকারীদের বাড়িভাড়া দেয়া ও তথ্য গোপন রাখার দায়ে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) গিয়াসউদ্দিন আহসানসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।রোববার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।বাকি আসামিরা হলেন- গিয়াসউদ্দিনের ভাগ্নে আলম চৌধুরী ও জঙ্গিদের বাড়িভাড়া দিয়ে মদদ দেয়া শিক্ষক মো. নুরুল ইসলাম।এর আগে ১৭ জুলাই ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান প্রত্যেককে আটদিন করে রিমান্ড প্রদান করেন।১৬ জুলাই রাজধানীর বারিধারা থেকে গিয়াসউদ্দীন, ভাগ্নে আলম চৌধুরী ও ভবনের ম্যানেজার মাহবুবুর রহমান তুহিনকে জঙ্গিদের বাড়িভাড়া দিয়ে মদদ ও পুলিশকে তথ্য না দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। ১৭ জুলাই একই অভিযোগে রাজধানীর শেওড়াপাড়া থেকে গ্রেফতার করা হয় নুরুল ইসলাম নামে এক ভবন মালিককে।জেএ/এসএইচএস/এবিএস
Advertisement