নতুন হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণা এবং পুরনো কেন্দ্রীয় কারাগারের জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নামে হস্তান্তরের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আবার তালা ঝুলিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহনকারী বাস প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে পকেট গেট খোলা রয়েছে।রোববার সকাল ৮টায় পূর্ব ঘোষিত ছাত্র ধর্মঘট কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। আগস্টের শুরু থেকে এই আন্দোলন চালিয়ে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০০১৪ সালের ২৩ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় কারাগারের জমি চেয়ে স্বরাষ্ট্র সচিব বরাবর আবেদন করে। চলতি মাসের ৮ তারিখে ছাত্র বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও আবেদন জানায়। এসএম/এনএফ/পিআর
Advertisement