সিনিয়র ফুটবলের এমন কোন টুর্নামেন্ট নেই, যেখানে ব্রাজিলের শ্রেষ্ঠত্ব নেই। কিন্তু একটাই দুঃখ তাদের, অলিম্পিক ফুটবলে ছিল না কোন সোনা। সেই আক্ষেপ মেটানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নেইমার। ফাইনালে দলকে তুলে দেশকে এনে দিলেন অলিম্পিক ফুটবলের শ্রেষ্ঠত্ব। প্রথম দুই ম্যাচে নিজের ছায়া হয়ে থাকায় কতই না সমালোচনা নেইমারের। কিন্তু শেষ গ্রুপ ম্যাচ থেকে ঠিকই ঘুরে দাঁড়াল ব্রাজিল। সেই সঙ্গে নেইমার। ফাইনালে দলকে তুলে দেশকে এনে দিলেন অলিম্পিক ফুটবলের শ্রেষ্ঠত্ব। সোনার পদক জয়ের আনন্দে নেইমার সব ভুলে গেছেন এমনটা ভাবলে সমালোচকরা ভুল করবেন। অলিম্পিক ফুটবলের সোনাটা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই যেন সমালোচকদের সবকিছু মনে করিয়ে দিলেন তিনি। বললেন, ‘এবার নিজেদের থুথু নিজেরাই গেল! ব্রাজিলই অলিম্পিক চ্যাম্পিয়ন! আর এটাকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত হিসেবেও অভিভূত করেন বার্সার এই তারকা। এমআর/পিআর
Advertisement