জাতীয়

নারায়ণগঞ্জে ৭ খুন : পরবর্তী শুনানি ১১ মার্চ

নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের মামলার পরবর্তী শুনানির জন্য ১১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন। নির্ধারিত হাজিরার দিন সকালে আদালতে হাজির করা হয় তারেক সাঈদসহ গ্রেফতার ৩০ আসামীকে।শুনানী শেষে ১১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নাসিকের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।৭ খুনের দুটি মামলায় এ পর্যন্ত র‌্যাবের ১৭ জন সদস্যসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিন র‌্যাব কর্মকর্তাসহ ১৮ জন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ ছাড়াও ঘটনার সাক্ষী হিসেবে ইতোমধ্যে ১৬ জন আদালতে জবানবন্দি দিয়েছেন।

Advertisement