রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষসহ আটক জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত।শনিবার তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান দুজনকে তিনদিন এবং বাকি ১৬ জনকে দুদিন করে রিমান্ড প্রদান করেন।এর মধ্যে আসামি ফখরুদ্দিন মো. রেফাত উল্লাহ ও শামীমকে তিনদিন করে বাকি আসামি জামাল উদ্দিন সরকার, ইকবাল হোসেন, গোলাম সরকার, মাহমুদুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল হক, খন্দকার আব্দুল বাতেন, আব্দুল হান্নান, জামাল উদ্দিন জামান, হাফিজুর রহমান, খলিলুর রহমান, নাজিমুদ্দিন, রফিকুল ইসলাম, সাইদুর রহমান, আহসানউল্লাহ ও মিকাই হোসেনকে দুইদিন করে রিমান্ড প্রদান করা হয়।উল্লেখ্য, গতকাল (শুক্রবার) সকালে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ভেতর থেকে ওই ১৮ জনকে আটক করে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৮টা ৩৫ মিনিটে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।জেএ/এমএমজেড/এবিএস
Advertisement