আন্তর্জাতিক

থাইল্যান্ডের বোমা হামলাকারী শনাক্ত

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সপ্তাহ খানেক আগে দফায় দফায় বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে শুক্রবার দেশটির পুলিশ জানিয়েছে। ওই হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।থাই জাতীয় পুলিশ বাহিনীর উপ-মুখপাত্র কিসানা ফাতানাচারোন বলেন, আহামা লেংঘা নামের এই সন্দেহভাজন ব্যক্তি মালয়েশিয়া সীমান্তের নিকটবর্তী প্রদেশ নারাথিবাটের বাসিন্দা।উল্লেখ, গত ১১ (বৃহস্পতিবার) ও ১২ আগস্ট (শুক্রবার) থাইল্যান্ডের কয়েকটি স্থানে আট দফা বোমা হামলায় অন্তত চারজন নিহত হন। ১১ আগস্ট জোড়া বোমা হামলাটি ঘটে রাজধানী ব্যাংককের নিকটবর্তী হুয়া হিন শহরে। এতে এক খাদ্য বিক্রেতা নিহত হন।এরপর ১২ আগস্ট ওই শহরেরই ক্লক টাওয়ারে আবারো বিস্ফোরণ ঘটে। ফুকেটের পাতোং রিসোর্টে আরেকটি বিস্ফোরণ ঘটে। এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশক’জন।রানী সিরিকিতের জন্মদিন উদযাপনে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে এ বিস্ফোরণ ঘটে।একে/পিআর

Advertisement