আন্তর্জাতিক

গ্রিসের উপকূল থেকে বহু শরণার্থী উদ্ধার

গ্রিসের উপকূল থেকে প্রায় ৭০ শরণার্থীকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। শুক্রবার শরণার্থীদের বহনকারী একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। শরণার্থীদের বহনকারী নৌকায় ৭০ জনের বেশি যাত্রী ছিল। শুক্রবার সকালে উপকূলরক্ষীরা নৌকা থেকে ওই শরণার্থীদের উদ্ধার করে। তবে তারা কি ধরনের নৌকায় করে সাগর পাড়ি দেয়ার চেষ্টা করছিল সে বিষয়ে কিছু জানানো হয়নি। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত গ্রিক দ্বীপে পৌঁছেছে ২৬১ শরণার্থী। এদের মধ্যে ১৩৯ জন লেসবসের আজিয়ান দ্বীপে পৌঁছেছে। বাকিরা চিওস, সামোস, লিরোস এবং কারপাথোসে পৌঁছেছে। গত বছর থেকেই শরণার্থীরা গ্রিস হয়ে ইউরোপে পাড়ি দিচ্ছে। গ্রিস তাদের কাছে ইউরোপে প্রবেশ করার প্রধান একটি পয়েন্টে পরিণত হয়েছে। তবে বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে গিয়ে এ পর্যন্ত বহু শরণার্থী প্রাণ হারিয়েছে। টিটিএন/এবিএস

Advertisement