দেশজুড়ে

যশোর বোর্ডে শীর্ষে খুলনা

এবার এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে শীর্ষ স্থান দখল করেছে খুলনা জেলা। বিভাগের দশ জেলার মধ্যে খুলনায় পাসের হার সর্বোচ্চ ৮৭ দশমিক ৯০। জেলার মোট ৯৮টি কলেজে পাস করেছে ১৯ হাজার ৪১৫ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা যায়।ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর খুলনা জেলার ৯টি উপজেলা এবং মহানগর এলাকার ৯৮টি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩ হাজার ৪জন। এর মধ্যে ছাত্র ১২ হাজার ২২৬ এবং ছাত্রী ১০ হাজার ৭৭৮ জন। পরীক্ষায় চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় মোট ২২ হাজার ৮৭ জন। যার মধ্যে ছাত্র ১১ হাজার ৭৩৮ এবং ছাত্রী ১০ হাজার ৩৪৯জন। এর মধ্যে পাস করেছে মোট ১৯ হাজার ৪১৫ জন শিক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১০ হাজার ২২০ এবং ছাত্রীর সংখ্যা ৯ হাজার ১৯৫ জন। পাসের হার বিভাগের মধ্যে সর্বোচ্চ ৮৭ দশমিক ৯০। খুলনার মোট ৩৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে, জেলার মধ্যে খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শীর্ষে রয়েছে। এ কলেজ থেকে ১ হাজার ৪৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৪১৬জন। পাসের হার ৯৮ মধমিক ২৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৪৮০ জন।অপরদিকে, বিভাগের অন্যান্য জেলার মধ্যে বাগেরহাটে পাসের হার ৮১ দশমিক ৪৯, সাতক্ষীরায় ৮৭ দশমিক ৪০, কুষ্টিয়ায় ৭৩ দশমিক ১৮, চুয়াডাঙ্গায় ৭৩ দশমিক ৮৭, মেহেরপুরে ৮২ দশমিক ৮০, যশোরে ৮৫ দশমিক ৫, নড়াইলে ৮১ দশমিক ৭৫, ঝিনাইদহে ৮৪ দশমিক ৫৭ এবং মাগুরা জেলায় পাশের হার ৮২ দশমিক ৪৪। যশোর বোর্ডে শীর্ষ স্থান দখল করায় খুলনার কলেজগুলোতে বইছে আনন্দের বন্যা। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ সংশ্লিষ্টরা মিষ্টিমুখ করে আনন্দ ভাগাভাগি করছেন।আলমগীর হান্নান/এআরএ/এবিএস

Advertisement