সদ্যই যে শিশুটি পৃথিবীতে এসেছে, তার যত্নে আমাদের হতে হবে সবচেয়ে সচেতন। একটু ভুলভাল যত্নের কারণেই কিন্তু শিশুটি পড়তে পারে মারাত্মক কোনো অসুখে। নবজাতক শিশুদের কোনোকিছুই প্রাপ্তবয়স্কদের মতো নয়। সব অভিজ্ঞতা, সব ধরণের যত্ন-আত্তিই তার জন্য নতুন। তাই নবজাতকের যত্নে পালন করতে হবে বাড়তি সতর্কতা। সদ্যজাত শিশুর যত্নে অনেকেই অনেকরকম ভুল ধারণা পোষণ করেন। চলুন জেনে নিই, নবজাতক শিশুর যত্নে কিছু করণীয়-* অনেক অভিভাবকই প্রচুর পরিমাণে পাউডার বা তেল শিশুর ত্বকে ব্যবহার করেন, যা ত্বকের জন্য ক্ষতিকর। অতিরিক্ত পাউডার ব্যবহারে শিশুদের ত্বকের রোমকূপগুলো বন্ধ হয়ে যায় বলে সাধারণ শারীরিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এতে শিশুর ঘামাচি ও ন্যাপি র্যাশও হতে পারে।* অতিরিক্ত রোদে ছোট বাচ্চা নিয়ে বের হওয়া উচিত নয়। নবজাতকের সামনে হাঁচি-কাশি দেওয়া থেকে বিরত থাকতে হবে। শিশুকে ঠান্ডা ও স্বস্তিদায়ক পরিবেশে রাখা উচিত।* কপালে বা পায়ে কোনোরকম কালির ফোঁটা দেবেন না। এতে শিশুর ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।* শিশু ঘেমে গেলে বারবার শুকনো নরম কাপড় দিয়ে গা মুছে দিন।* অবশ্যই শিশুকে সুতির নরম ও আরামদায়ক পোশাক পরানো উচিত।* নবজাতকের মাকে প্রচুর পরিমাণে তরলজাতীয় খাবার ও পানি খেতে হবে। এতে মায়ের বুকের দুধ থেকে শিশু উপকৃত হবে।এইচএন/এবিএস
Advertisement