নেইমারকে ঘিরেই অধরা সোনা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। প্রথম দুই ম্যাচে নিজের ছায়া হয়ে থাকলেও পরের ম্যাচ গুলোতে জ্বলে ওঠে দলকে তুলেছেন ফাইনালে। তাই তো নেইমারকে নিয়ে উচ্ছ্বসিত দেশটির কোচ রজেরিও মিকালে।সেমিফাইনালে নেইমারের পারফর্মেন্স নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘সে একটা দানব। তার প্রতিভা আছে। ম্যাচে সে নিজেকে যেন পুরো ঢেলে দিয়েছেন। তার মতো আরও খেলোয়াড় খুঁজে পেতে আমরা জানতে চাই সে কিভাবে উন্নতি করেছে।’অলিম্পিকে প্রথমবারের মতো সোনা জয়ের স্বপ্ন পূরণের শেষ ধাপে ব্রাজিলের বাধা জার্মানি। ফাইনাল নিয়ে মিকালে বলেন, “জার্মান দল হিসেবে শক্তিশালী। তবে লড়াইয়ে ঘাটতি থাকবে না আমাদের। শুরু থেকেই ম্যাচটি নিয়ন্ত্রণ করার দিকে নজর দেব আমরা। আমাদের ফুটবল মান সম্পন্ন, আমরা কঠোর পরিশ্রমও করি।”তিনি আরও বলেন, ‘আমরা একটি দল হিসেবে খেলেই ফাইনালে এসেছি। সোনা জিততে আমরা আমাদের সেরাটা দেব।’এমআর/পিআর
Advertisement