অর্থনীতি

ব্যাংকে প্রতিবন্ধীদের সেবায় আলাদা ব্যবস্থার নির্দেশ

দেশের অর্থনৈতিক উন্নয়নে দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীকে ব্যাংক সেবা নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের গ্রিণ ব্যাংকিং ও সিএসআর বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।আদেশে বলা হয়, এখন থেকে তফসিলি ব্যাংকগুলোর সকল শাখায় প্রতিবন্ধীদের সেবা দিতে একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রাপ্ত করতে হবে। এছাড়া তাদের ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা সহজীকরণ করতেও বলা হয় আদেশে। একই সঙ্গে প্রতিবন্ধীরা ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন মর্মে জারি করা আদেশ প্রচারেরও তাগিদ দেওয়া হয়।অপরদিকে, দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাংক হিসাব নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলোকে বিশেষভাবে এই তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা পরিপালনে কোন খেয়ালিপনা চলবে না বলেও আদেশে বলা হয়েছে।এসএ, এএইচ

Advertisement