নতুন হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণা এবং পুরনো কেন্দ্রীয় কারাগারের জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নামে হস্তান্তরের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘট চালিয়ে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে লক্ষ্মীবাজার মোড় পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ফলে সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা টায়ার পুড়িয়েও বিক্ষোভ করছেন। এছাড়া রায়সাহেব বাজার মোড় থেকেও যান চলাচল বন্ধ রয়েছে। ফলে আশপাশের সংযোগ সড়কগুলোতে তীব্র যানজন সৃষ্টি হয়েছে।আন্দোলনের কারণে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারছে না বলে অভিযোগ রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। সকালে শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হলেও কোনো শিক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।বেলা ১টায় সংবাদ সম্মেলন করে আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানানো হবে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ আন্দোলন চললেও এর মুখপাত্র কে সে বিষয়টি স্পষ্ট নয়। এসএম/এনএফ/আরআইপি
Advertisement